
দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী
দক্ষিণ ভারতের আলোচিত ও জনপ্রিয় নায়িকা সাই পল্লবী। বরাবরই নিজের চিন্তাভাবনা ও পছন্দ-অপছন্দ প্রকাশে স্পষ্টভাষী এ অভিনেত্রী। চলচ্চিত্রজগৎ ও তার কাজ নির্বাচন নিয়ে নিজের অবস্থান বহুবার পরিষ্কার করেছেন। স্পষ্টভাষী অভিনেত্রী হিসেবে সুনাম রয়েছে তার।
বর্তমানে সাই পল্লবী নিতেশ তিওয়ারির মহাকাব্যভিত্তিক সিনেমা ‘রামায়ণ’-এ সীতা চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। তবে এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ঠিক কী ধরনের দর্শকের জন্য কাজ করেন তিনি। সাই পল্লবী সব দর্শকের নায়িকা হতে চান না। বিশেষ করে যাদের কাছে অভিনয়ের চেয়ে নারী শিল্পীর শরীরটাই বেশি গুরুত্ব পায়।
এক সাক্ষাৎকারে দক্ষিণী নায়িকা সাই পল্লবী স্পষ্টভাবে বলেন, আমি এমন দর্শকদের জন্য কাজ করতে চায় না, যারা আমাকে শুধুমাত্র শরীর কিংবা বাহ্যিক সৌন্দর্যের মাধ্যম হিসেবে দেখে।
আরওপড়ুন<<>>বিয়ে-সন্তান গুঞ্জন নিয়ে মুখ খুললেন তানজিন তিশা
সাক্ষাৎকারে এ অভিনেত্রী আরও বলেন, আমি চাই, মানুষ আমাকে যেভাবে দেখতে চাই আমি যেন তেমন না হই। আমি এমন দর্শকদের কাছে পৌঁছাতে চাই না যারা শুধু আমাকে ‘মাংসপিণ্ড’ হিসেবে দেখে। আমি তাদের খোরাক হতে চাই না। আমি চাই না তাদের দৃষ্টি আমার ওপর পড়ুক।
পোশাক নির্বাচনেও রয়েছে সাই পল্লবীর বিশেষ সচেতনতা। তিনি বরাবরই সাবলীল এবং সাধারণ পোশাক পরার জন্য পরিচিত। এ নায়িকাকে ছোট বা খোলামেলা পোশাকে খুব কমই দেখা যায়। একবার গলাট্টা প্লাসের সঙ্গে সাক্ষাৎকারে সাই পল্লবী বলেছিলেন, এক নাচের ভিডিওতে একটি বিশেষ পোশাক পরার পর থেকেই তার ভাবনা বদলে যায়। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই ভিডিও থামিয়ে তার পোশাক নিয়ে মন্তব্য করতে থাকে। এতে তিনি নিজেকে খুবই অপমানিত ও অস্বস্তিকর মনে করেছিলেন। সে অভিজ্ঞতার পর থেকেই পোশাক বেছে নেয়ার বিষয়ে সচেতন হয়েছেন তিনি।
এ অভিনেত্রীর ভাষায়, মানুষ ভিডিও থামিয়ে আমার পোশাক নিয়ে মন্তব্য করতে থাকে। আমি খুবই অস্বস্তি অনুভব করি, নিজেকে অবজেক্ট মনে হয়। তখনই ঠিক করি, এমন কিছু করব না যাতে পরে অনুতপ্ত হতে হয়।
সাই পল্লবীর ক্যারিয়ার এখন চলছে জয়ের ধারায়। শিবকার্তিকেয়নের সঙ্গে করা ‘আমারান’ সিনেমার সফলতার পর এ অভিনেত্রী নাগা চৈতন্যের সঙ্গে ‘থান্ডেল’ ছবিতে অভিনয় করেন। সেটিও ব্যবসাসফল হয়েছে। তিনি এখন ব্যস্ত ‘রামায়ণ’ ছবির কাজ নিয়ে। এ ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করছেন সাই পল্লবী। রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর। এছাড়া আমির খানের ছেলে জুনায়েদের সঙ্গে তার একটি সিনেমার কাজও অপেক্ষায় রয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।