Apan Desh | আপন দেশ

মেজাজ হারালেন বলিউড নায়িকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:০১, ১৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:৫৭, ১৩ জানুয়ারি ২০২৫

মেজাজ হারালেন বলিউড নায়িকা

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা

অত্যন্ত ঠাণ্ডা মেজাজের মেয়ে সোনাক্ষী সিনহা। সহজে রেগে যেতে দেখা যায়না তাকে খুব একটা। পাপারাৎজিদের সঙ্গেও তার সম্পর্ক খুবই ভাল। কিন্তু এবার তার উল্টোটাই দেখা মিললো। মেজাজ হারালেন অভিনেত্রী। এক ছবিশিকারির কাজ দেখে রেগে যান অভিনেত্রী।

সম্প্রতি, নেট দুনিয়ায় সোনাক্ষীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রবেশ করছেন অভিনেত্রী। তখনই এক ছবিশিকারি তাকে অনুসরণ করতে শুরু করেন। শুরু হয় একের পর এক ছবি তোলা।

প্রথমে সোনাক্ষী হাসি মুখেই হাঁটছিলেন। কিন্তু শেষে মেজাজ হারান। ছবিশিকারির উদ্দেশে তাকে ওই ভিডিওতে বলতে শোনা যায়, এবার আপনি থামুন! অনেক হয়েছে। তার পরেই ওই ছবিশিকারির উদ্দেশে হাত জোর করে অনুরোধ করতে থাকেন অভিনেত্রী।

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে সোনাক্ষী একা ছিলেন না। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার স্বামী জাহির ইকবাল। অভিনেত্রীর আচরণ দেখে তার পর ছবিশিকারিরা প্রত্যেকেই তার থেকে দূরে সরে যান।

গত বছর জুনে জাহিরের সঙ্গে বিয়ে সেরে তাদের সম্পর্কে সিলমোহর দেন সোনাক্ষী। এর আগে তারা প্রায় সাত বছর সম্পর্কে ছিলেন।

সর্বশেষে গত বছর ‘কাকুড়া’ ছবিতে দেখা গেছে সোনাক্ষীকে। এ মুহূর্তে নতুন সংসারে মন দিয়েছেন অভিনেত্রী। তবে পাশাপাশি নতুন চিত্রনাট্যও পড়ছেন তিনি। খুব দ্রুত নতুন কাজের ঘোষণা করবেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়