Apan Desh | আপন দেশ

নারীর পোশাক নিয়ে কটুক্তিকারী ইবি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৮, ১ নভেম্বর ২০২৫

নারীর পোশাক নিয়ে কটুক্তিকারী ইবি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দাখিল

অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি কর্তৃক সাজিদ আব্দুল্লাহ হত্যার ঘটনার আন্দোলনে অংশ নেয়া নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কটুক্তির অডিও ভাইরাল হওয়ার পরে তাকে বহিষ্কারের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা।

শনিবার (০১ নভেম্বর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বরাবর এই অভিযোগপত্র দেয় তারা। 

অভিযোগপত্রে শিক্ষার্থীরা বলেন, ওই শিক্ষকের বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহকে উদ্দেশ্য করে ‘কোথাকার কোন মৃত ছেলে-সে তো মইরাই গেছে’ বলে হেয় প্রতিপন্ন ও নেক্কারজনক বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পাশাপাশি হত্যার বিচারের দাবীতে আন্দোলনরত নারী শিক্ষার্থীকে উদ্দেশ্য করে জিন্স পরা, ল্যাংটা মেয়ে এবং মানুষ না, হইওয়ান’ অর্থাৎ আন্দোলনরত শিক্ষার্থী মানুষ না, নিকৃষ্ট পশু বলে হেয় করতে শোনা গেছে। যা আমাদের তথা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য অত্যন্ত অপমানজনক, ঘৃণাসূচক এবং তীব্র নারীবিদ্বেষী মনভবের বহিঃপ্রকাশ। এটি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থের উপরও অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলেছে, যা মানসিক হেনস্তার সামিল। এ বক্তব্য সরাসরি নারীর মৌলিক অধিকার পোশাক ও মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করার প্রচেষ্টা, যা আইনত দণ্ডনীয়।

শিক্ষার্থীরা আরও বলেন, সাজিদ হত্যার বিচারের দাবীতে করা আন্দোলনকে গালি দিয়ে ‘শা..র আন্দোলন’ বলেন একই অডিওতে। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলেন- ওই মেয়ে আল কোরআনের কে? ওর হাতে মাইক দিছে কে? যা সরাসরি বাকস্বাধীনতার বিরুদ্ধাচারণ ও একই সঙ্গে  আন্দোলনের মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করার অভিব্যক্তি। ইতোমধ্যেই এ ছড়িয়ে পড়া অডিওটি তার নিজের বলে তিনি স্বীকারোক্তি দিলে তাও বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে ছাপা হয়।

আরও পড়ুন<<>> ইবির দুই শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে মানববন্ধন

এসময় উক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীর প্রতি কটুক্তি, বিদ্বেষপূর্ণ ও হিংস্র মনভাব প্রকাশ; মানসিক হেনস্তা, আন্দোলনের অধিকার খর্ব করার প্রচেষ্টা ও আন্দোলনরত শিক্ষার্থীকে হুমকি এবং শহীদ সাজিদ হত্যার বিচারের দাবীতে করা আন্দোলনকে হেয় করে বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টার অভিযোগ তুলে তার অত্যন্ত হীন ও জঘন্য আচরণ এবং নারী বিদ্বেষ ছড়ানোর অপরাধ ও অপচেষ্টার দায়ে আগামী ৩০ ঘন্টার মধ্যে স্বপদ থেকে বহিষ্কার করে যথাযথ তদন্ত সাপেক্ষে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায় তারা।

অভিযোগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পেয়েছি। আজকে ভাইস চ্যান্সেলর মহোদয় নেই, আমি তাদের পত্রটি নোটিং করে রেখেছি। আগামীকাল ভাইস চ্যান্সেলর মহোদয় আসলে উনার কাছে উপস্থাপন করা হবে। পরবর্তী সিদ্ধান্ত তিনি নিবেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়