
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মোট ৮৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এটি বিগত পাঁচ দিনের মনোনয়ন বিতরণ কার্যক্রমের হিসাব।
রোববার (৩১ আগস্ট) রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এবং প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক শারমিন হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
রাকসু নির্বাচনে ২৩ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১৫৫ জন, সিনেট-এ ছাত্র প্রতিনিধি পদে ৬৯ জন ও ১৭টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে ৪৬১ জন মিলে সর্বমোট ৮৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে সর্বোচ্চ সহ-সভাপতি (ভিপি) পদে ১৩ জন ও হল সংসদে নির্বাচনের মধ্যে সর্বোচ্চ মতিহার হলে ৪৬ জন মনোনয়ন পত্র নিয়েছেন।
আরও পড়ুন>>>হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই
কেন্দ্রীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১২ জন মনোনয়ন নিয়েছেন। এছাড়াও সাধারণ সম্পাদক (জিএস) ৬ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ৮ জন, সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা ৮ জন, সহকারী সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা ৩ জন, সম্পাদক, সংস্কৃতি বিষয়ক ৫ জন, সহকারী সম্পাদক, সংস্কৃতি বিষয়ক ৬ জন, সম্পাদক, মহিলা বিষয়ক ৫ জন, সহকারী সম্পাদক, মহিলা বিষয়ক ৩ জন, সম্পাদক, তথ্য ও গবেষণা ৯জন, সহকারী সম্পাদক, তথ্য ও গবেষণা ৪ জন, সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ৫ জন, সহকারী সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ৩ জন, সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৩ জন সহকারী সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৬ জন, সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ২ জন, সহকারী সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক 8 জন, সহকারী সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১০জন, নির্বাহী সদস্য ৪টি পদে মোট ৪০ জন।
রাকসু নির্বাচন বিভিন্ন প্যানেল থেকে মনোনয়ন নিয়েছে। গণ ছাত্রজোট প্যানেল ২৩ জন, ছাত্রদলের প্যানেলে ২৬ জন, সচেতন শিক্ষার্থী পরিষদ প্যানেল ১৫ জন, ছাত্রশিবিরের প্যানেল ২১ জন, নাজমুস সাকিব প্যানেল ৬ জন, আফরিন জাহান প্যানেলে ২৩ জন, তৌহিদুল ইসলাম প্যানেলে ৭ জন, আধিপত্যবাদ বিরোধী ঐক্য প্যানেল ২১ জন, অপরাজেয় ৭১ জাগ্রত প্যানেলে ১৩ জন, পদ উল্লেখ ব্যতীত ৯জন সহ প্যানেল অনুযায়ী মোট ১৬৩ জন মনোনয়ন পত্র নেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।