Apan Desh | আপন দেশ

ঢাকা–সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৮, ২১ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:১০, ২১ আগস্ট ২০২৫

ঢাকা–সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ 

ছবি : আপন দেশ

রাজধানীর নিউমার্কেট এলাকায় আইডি কার্ড কেড়ে নেয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। তাদের থামাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকার সায়েন্সল্যাব মোড়ে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়।

সরেজমিনে বেলা ২টার দিকে দেখা যায়, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর থমথমে অবস্থা পুরো এলাকা। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের বাধার মুখে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের উদ্দেশে মারমুখী অবস্থায় দেখা গেছে।

এ ঘটনায় আজিমপুর ও নীলক্ষেত থেকে মিরপুর যাওয়ার সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তীব্র যানজট সৃষ্টি হতে দেখা গেছে।

পুলিশ জানায়, কথাকাটাকাটির পর উভয় পক্ষের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে দুজন আহত হন এবং তাদের দ্রুত হাসপাতালে নেয়া হয়। খবর ছড়িয়ে পড়লে আরও শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়।

আরও পড়ুন<<>>সময়ক্ষেপণ হলে বাকৃবি শাটডাউনের ঘোষণা

সিটি কলেজের শিক্ষার্থীরা দাবি করেছে, আহত দুজন তাদের কলেজের। তাদের অভিযোগ, ঢাকা কলেজের শিক্ষার্থীরাই প্রথম হামলা চালায়। এর প্রতিবাদে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধে নামে। সকালে এক দফা অবরোধের পর দুপুরে আবারও সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। 

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকায়। তবে সংঘর্ষ পুরোপুরি থামানো সম্ভব হয়নি এখনো।

নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার অনুরোধ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়