Apan Desh | আপন দেশ

সময়ক্ষেপণ হলে বাকৃবি শাটডাউনের ঘোষণা

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪০, ২১ আগস্ট ২০২৫

আপডেট: ১০:৪৯, ২১ আগস্ট ২০২৫

সময়ক্ষেপণ হলে বাকৃবি শাটডাউনের ঘোষণা

ছবি : আপন দেশ

কম্বাইন্ড ডিগ্রি প্রণয়নের জন্য জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের যৌক্তিক সময়সূচি ঘোষণা না করা হলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অচল করে দেয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (২০ আগস্ট) রাতে এক বিবৃতিতে পশু পালন ও ভেটেরিনারি অনুষদের আন্দোলনকারী শিক্ষার্থীরা এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। 

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সকলে অবগত আছেন যে, বিগত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত গণভোটে বিপুল ভোটে কম্বাইন্ড ডিগ্রী জয়লাভ করে। এ অবস্থায় আর কালক্ষেপণ না করে বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুর ১২ টার মধ্যে যদি কম্বাইন্ড ডিগ্রী প্রণয়নের জন্য জরুরি একাডেমিক কাউন্সিলের যৌক্তিক সময়সূচি ঘোষণা করা না হয় তাহলে বিশ্ববিদ্যালয় অচল করে দেয়া হবে।

আরও পড়ুন<<>>জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি পৌনে ৬ হাজার শিক্ষার্থী

বাকৃবির পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিবলী বলেন, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা ২২ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে। সমস্যা সমাধানে গঠিত ৮ সদস্যের কমিটি ইতোমধ্যে শিক্ষার্থীদের মত অনলাইন জরিপের মাধ্যমে এবং পাশাপাশি স্টেকহোল্ডারদের মত নিয়েছে। 

জরিপে পশুপালন অনুষদের ৯২ শতাংশ ও ভেটেরিনারি অনুষদের ৮০ শতাংশ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে। মন্ত্রণালয়ও আগেই সমর্থন জানিয়েছে। তবে ৮ দিন পেরিয়ে গেলেও কমিটি রিপোর্টের সুনির্দিষ্ট সময় জানায়নি। তাই দ্রুততম সময়ে রিপোর্ট প্রণয়ন ও সুপারিশ অনুযায়ী জরুরি একাডেমিক কাউন্সিলে কম্বাইন্ড ডিগ্রি ঘোষণার দাবি জানাচ্ছি। সময়সূচি আগামীকাল দুপুর ১২টার মধ্যে প্রকাশ না হলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়