
মো. আবু সাদিক কায়েম ও এস এম ফরহাদ
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছে ছাত্রশিবির। জানা গেছে, এবারের নির্বাচনে সংগঠনটির পক্ষ থেকে ভিপি (সহ-সভাপতি) পদে মো. আবু সাদিক কায়েম ও জিএস (সাধারণ সম্পাদক) পদে এস এম ফরহাদকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সদ্য সাবেক ঢাবি শাখার সভাপতি মো. আবু সাদিক কায়েমকে ভিপি পদে চূড়ান্ত করা হয়েছে। একাধিক সূত্র নিশ্চিত করেছে এ তথ্য। এছাড়া, ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ সাধারণ সম্পাদক ও ঢাবি শাখার বর্তমান সেক্রেটারি মহিউদ্দিন খান সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন।
আরও পড়ুন>>>‘আসন ভাগাভাগি নিয়ে এখনও আলোচনা হয়নি’
ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা রয়েছে। আজ পর্যন্ত ১২৫ জন প্রার্থী ফরম নিয়েছেন। ছাত্রশিবির জানিয়েছে, আগামীকাল বেলা ১১টায় তাদের মনোনীত প্রার্থীরা একসঙ্গে ফরম সংগ্রহ করবেন। এরপর তারা আনুষ্ঠানিকভাবে তাদের প্যানেল ঘোষণা করবেন।
ছাত্রশিবিরের দাবি, সংগঠনটির পক্ষ থেকে ডাকসুতে ইনক্লুসিভ প্যানেল ঘোষণা করা হবে। তবে শীর্ষ তিন পদে সংগঠনটির ঢাবি শাখার সাবেক ও বর্তমান নেতারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরমধ্যে সহ-সভাপতি (ভিসি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জুলাই গণভ্যুত্থানের অন্যতম সংগঠক মো. আবু সাদিক কায়েম, যিনি সংগঠনটির সদ্য সাবেক ঢাবি শাখার সভাপতি ছিলেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে সংগঠনটির ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সংগঠনটির ঢাবি শাখার বর্তমান সেক্রেটারি মহিউদ্দিন খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সূত্র জানায়, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ে ও বাহিরে যারা রয়েছেন তাদের সঙ্গেও কথাবার্তা বলে প্যানেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন দুপুরে দিকে তারা একসঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। এরপর সাংবাদিকদের কাছে তাদের প্যানেলের নাম ঘোষণা দেবে।
জানা গেছে, ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ১৮ সদস্যের। তবে ১৮ জনের সবাই ডাকসু নির্বাচনে কম-বেশি থাকবেন। তাছাড়া শীর্ষ তিন পদ ছাড়া সম্পাদক পদে সাংগঠনিক পদের মিল থাকতে পারে। যেমন, ঢাবি ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক কিংবা গবেষণা সম্পাদক যিনি, তাকেই ডাকসুর সাহিত্য সম্পাদক কিংবা গবেষণা সম্পাদক পদে মনোনয়ন দিতে পারেন। তাছাড়া অন্যান্য প্যানেলের প্রার্থীদের সঙ্গে মিল রেখেও এ পদগুলোতে তারা প্রার্থী ঘোষণা করতে পারে। তবে সবকিছু নির্ভর করছে আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনই।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা প্রার্থীরা কারা হবেন, তা ঠিক করেছি। তবে চূড়ান্ত প্যানেল এখনও ঠিক হয়নি। আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন, সেদিন আমরা বিস্তারিত জানাবো।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।