
ছবি: আপন দেশ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহতদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ জানাজা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ।
আরওপড়ুন<<>>আহতদের চিকিৎসা-নিহতদের ক্ষতিপূরণ দেয়ার দাবি বাকৃবির ছাত্রফ্রন্টের
জানাজার আগে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইচ উদ্দীন বলেন, উত্তরার ঘটনায় যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং এ মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে।
এ সময়ে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক সাজ্জাদ হোসেন মুন্না বলেন, আকষ্মিক এ মানবিক দুর্যোগে আমরা জবি পরিবার মর্মাহত। বিমান দুর্ঘনায় শহীদ আত্মাদের শান্তি কামনা করছি, আহতদের সুস্থতা কামনা করছি। একই সঙ্গে প্রকৃত তথ্য জাতির সামনে উপস্থাপনের লক্ষ্যে রাষ্টীয় উদ্যোগে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।