Apan Desh | আপন দেশ

স্বাস্থ্যকর-মানসম্মত খাবার নিশ্চিতে রাবিতে অভিযান

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫২, ১ জুলাই ২০২৫

আপডেট: ১৫:৫৩, ১ জুলাই ২০২৫

স্বাস্থ্যকর-মানসম্মত খাবার নিশ্চিতে রাবিতে অভিযান

ছবি: আপন দেশ

স্বাস্থ্যকর ও মানসম্মত খাবার নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (০১ জুলাই) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ অভিযানে কয়েকজন দোকানিকে জরিমানা করা হয়।

অভিযানে খাবার, খাবার তৈরির কাঁচামাল পরীক্ষা করে এক্সপার্ট টিম মানহীন সামগ্রী, অতিমাত্রায় জীবাণুযুক্ত পাত্রে খাবার তৈরি ও পরিবেশন করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন।

বাংলা বিভাগের শিক্ষার্থী ফাহিম আহমেদ বলেন, এ অভিযান অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল। ক্যাম্পাসের কিছু দোকানে খেতে আমার সবসময়ই দ্বিধা হতো। কারণ সেগুলোর অপরিচ্ছন্ন পরিবেশ। প্রশাসন এবং খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে জেনে স্বস্তি লাগছে। আমি আশা করি, তারা শুধু কয়েকদিনের মধ্যেই থেমে যাবে না। বরং আমরা যেন ধারাবাহিকভাবে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার পাই তা নিশ্চিত করবে।

ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, পদক্ষেপ নেয়া হচ্ছে দেখে ভালো লাগছে। শিক্ষার্থী হিসেবে আমাদের স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। আমরা দৈনন্দিন খাবারের জন্য এ দোকানগুলোর ওপর নির্ভর করি। দোকানিদের মানসম্মত খাবার পরিবেশনে সচেতন করতে হবে। কঠোরতা প্রয়োগ এবং দোকনগুলো নজরদারিতে রাখতে হবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভোক্তা অধিকার কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে মাঠে নেমেছি। আজ অভিযানের প্রথম দিন। এখন থেকে আমাদের অভিযান চলমান থাকবে।

তিনি আরও বলেন, অপরিচ্ছন্ন ও মানহীন খাবার পরিবেশনের করায় কয়েকজন দোকানিকে ন্যূনতম জরিমানা করে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে। কয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে খাবার পরিবেশন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

আপন দেশ/এমএইচ 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা