Apan Desh | আপন দেশ

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৫, ১৭ এপ্রিল ২০২৫

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে প্রত্যাহার

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেয়া হয়েছে। ইনস্টিটিউটের উপাধ্যক্ষ শাহেলা পারভীনকে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এতে সই করেছেন উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার।

বুধবার সকাল ১০টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীরা ৬ দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সারাদেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দিনভর বিক্ষোভ-অবরোধের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

এদিকে, অধ্যক্ষকে সরিয়ে দেয়ার পর শিক্ষার্থীরা রেলপথ ব্লকেড কর্মসূচি স্থগিত করেছেন। কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেলা ১১টা পর্যন্ত ওই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী।

তিনি জানান, বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জুবায়ের বলেন, বৈঠক ফলপ্রসূ হলে রেল অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হবে, অন্যথায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়