Apan Desh | আপন দেশ

শহীদ হবিবুর রহমানের মৃতদিনে রাবির শ্রদ্ধা

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৪, ১৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:৪৫, ১৫ এপ্রিল ২০২৫

শহীদ হবিবুর রহমানের মৃতদিনে রাবির শ্রদ্ধা

ছবি: আপন দেশ

মহান মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক হবিবুর রহমানের মৃতদিনে শোক র‌্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় গণিত বিভাগের আয়োজনে এ র‌্যালি বের করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান এবং গণিত বিভাগের সভাপতি অধ্যাপক মো. আসাবুল হকসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরওপড়ুন<<>>বাকৃবিতে ‘উন্নয়ন প্রকল্প প্রণয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

এদিকে দিবসটি উপলক্ষে শহীদ হবিবুর রহমান হলের সামনে অবস্থিত 'বিদ্যার্ঘ স্মৃতিস্তম্ভে' বেলা সাড়ে ১১টায় শ্রদ্ধা নিবেদন করেন হল কর্তৃপক্ষ। এ সময় প্রাধ্যক্ষ ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমানসহ অন্যান্য আবাসিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বিকেলে এ হলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান বলেন, আজ আমরা শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি শহীদ হবিবুর রহমান স্যারকে। যিনি ছিলেন আদর্শ, সাহস ও ন্যায়ের প্রতীক। তার আত্মত্যাগ আমাদের শিখিয়ে গেছে, কীভাবে বৃহত্তর স্বপ্নের জন্য জীবন উৎসর্গ করতে হয়। আমরা তার আদর্শ থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করার শপথ নেয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে পাকবাহিনীর সদস্যরা অধ্যাপক হবিবুর রহমানকে ধরে নিয়ে যায় এবং নির্মমভাবে হত্যা করে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চূড়ান্ত প্রতিবেদন: আ.লীগ সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে গুম সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান সম্প্রচার, সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ এক মাসের মধ্যে গঠনের চেষ্টা করছি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ৪ ঘণ্টা পর স্বাভাবিক কারওয়ান বাজার, যান চলাচল শুরু তুচ্ছ কারণে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হচ্ছে, দাবি জামায়াতের এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ, আইসিসিকে চিঠি বিসিবির কুয়াশায় ‘ঢাকা’ রাজধানীতে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ ভেনেজুয়েলায় হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি ক্ষমতা হস্তান্তর পর্যন্ত যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে ভেনেজুয়েলা: ট্রাম্প আইপিএল থেকে মোস্তাফিজ বাদ, আসিফ নজরুলের কড়া বার্তা