Apan Desh | আপন দেশ

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৮, ১৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:৩৯, ১৫ জানুয়ারি ২০২৫

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর

ছবি : আপন দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে ‘মৌখিকভাবে’ হস্তান্তর করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রক্রিয়া শেষ হয়ে প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাই ক্যাম্পাস পরিদর্শন করবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

বুধবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রনালয়ের পূর্ব নির্ধারিত মিটিং শেষে শিক্ষার্থীদের এসব তথ্য জানান তিনি।

জবি উপাচার্য বলেন, এটা হচ্ছে একটা ইউনিক প্রজেক্ট, প্রজেক্টের কাজ কোন প্রক্রিয়ায় দেয়া (সেনাবাহিনীকে) যাবে তার জন্য কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) তারা (সেনাবাহিনী) সশরীরে দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শন করবেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজের বর্তমান অবস্থা ও মন্ত্রনালয়ের সভায় আলোচিত বিষয়াবলি বিস্তারিত তুলে ধরেন ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, আমাদের বাণী ভবন ও শহীদ হাবিবুর রহমান হলের স্টিল স্ট্রাকচার ভবন নির্মানের কাজের বিষয়েও আমরা তাদের অনুরোধ করেছিলাম। তারা এ কাজটি করারও প্রাথমিক সম্মতি দিয়েছেন। তারা এ সাইটটিও ভিজিট করবেন। এটাও আমাদের জন্য অনেক বড় একটি সাফল্য।

আবাসন ভাতা সম্পর্কে জবি উপাচার্য বলেন, স্টিল স্ট্রাকচারের আলোচনায় এ প্রসঙ্গ আসেনি তবে ভিজিটিং শেষে তারা অস্থায়ী আবাসনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এ সময় শিক্ষার্থীদের প্রতি ক্যাম্পাস শাটডাউন তুলে নেয়ার আহবান জানান তিনি। শাটডাউন না করে সাফল্য উৎযাপনের অনুরোধ করেন।

এমন অনুরোধের জবাবে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, লিখিত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের ক্যাম্পাস শাটডাউন চলমান থাকবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়