Apan Desh | আপন দেশ

বাকৃবি টাঙ্গাইল জেলা সমিতির নতুন কমিটি 

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৪, ৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৫৪, ৩ জানুয়ারি ২০২৫

বাকৃবি টাঙ্গাইল জেলা সমিতির নতুন কমিটি 

ড. মো. আব্দুল আওয়াল ও খালিদ হাসান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) টাঙ্গাইল জেলা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি বাকৃবির ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে কৃষি অনুষদের শিক্ষার্থী খালিদ হাসানকে।

শুক্রবার (৩ জানুয়ারি ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন<<>> িবাকৃবির ক্যালেন্ডারে ফুটে উঠেছে জুলাই বিপ্লব

জানা যায়, ১০০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন ড. মাহমুদ হোসেন সুমন (মৃত্তিকা বিজ্ঞান বিভাগ), কৃষিবিদ মোঃ সারোয়ার হোসেন (ডেপুটি কন্ট্রোলার) ও ড. মোঃ ফরহাদুল ইসলাম মানিক (মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা) এবং কোষাধ্যক্ষ হিসেবে আছেন সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খালিদ মাহমুদ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়