ফাইল ছবি
বেশ কিছুদিন ধরে রাজধানীর বাসা বাড়িতে তীব্র গ্যাস সঙ্কট চলছে। সে সুযোগে সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। ১২৫৩ টাকার সিলিন্ডার ২২০০ টাকায় বিক্রি করছেন তারা। এমন পরিস্থিতির মধ্যে রোববার (০৪ জানুয়ারি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করা হচ্ছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল ৩টায় ঘোষণা করা হবে। এলপিজির পাশাপাশি ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও।
আরও পড়ুন<<>>৩০তম বাণিজ্য মেলার শুভ উদ্বোধন
এর আগে, গত ২ ডিসেম্বর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। ওই সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়।
সর্বশেষ গত ২ ডিসেম্বর সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। ওই সময় ভোক্তা পর্যায়ে ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































