Apan Desh | আপন দেশ

আরও কমলো সঞ্চয়পত্রের মুনাফা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০১, ১ জানুয়ারি ২০২৬

আরও কমলো সঞ্চয়পত্রের মুনাফা

ফাইল ছবি

নতুন বছরের শুরুতেই সঞ্চয়পত্রের সুদহার আরও কমালো সরকার। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কেনা সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তিতে গড়ে সাড়ে ১০ শতাংশের আশপাশে মুনাফা পাওয়া যাবে। যা এতদিন প্রায় ১২ শতাংশের কাছাকাছি ছিল। 

নতুন এ সুদহার আগামী ছয় মাস—অর্থাৎ ০১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে আগের সময়ে কেনা সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা আগের ঘোষিত হারে মুনাফা পাবেন।

এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে বৃহস্পতিবার (০১ জানুয়ারি) একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 

আরও পড়ুন<<>>আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবেন একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা, তবে...

এক সময় সঞ্চয়পত্রের সুদহার দীর্ঘদিন অপরিবর্তিত থাকলেও গত বছরের জানুয়ারি থেকে তা সরকারি ট্রেজারি বিল ও বন্ডের সুদহারের সঙ্গে সামঞ্জস্য করে নির্ধারণ করা হচ্ছে। বর্তমানে পাঁচ বছর ও দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সর্বশেষ ছয় মাসের গড় নিলাম সুদহারকে ভিত্তি ধরে সঞ্চয়পত্রের মুনাফা নির্ধারণ করা হয়। সাম্প্রতিক সময়ে ট্রেজারি বিল ও বন্ডের সুদহার কমে আসায় সঞ্চয়পত্রের মুনাফা হারও ধারাবাহিকভাবে কমছে। এর আগে গত জুলাই–ডিসেম্বর সময়ের জন্যও সুদহার সামান্য কমানো হয়েছিল।

বর্তমানে দেশে চার ধরনের সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট নামে একটি সরকারি সঞ্চয় স্কিম চালু রয়েছে। প্রতি ক্ষেত্রে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত এবং এর বেশি বিনিয়োগে আলাদা হারে সুদ নির্ধারিত হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারেন। 

সঞ্চয়পত্রের বাইরে ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাব এবং প্রবাসীদের জন্য তিন ধরনের বন্ডে বিনিয়োগের সুযোগ রয়েছে, যেগুলোর সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে কেনা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা বা এর কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফা পাওয়া যাবে ১০ দশমিক ৪৪ শতাংশ হারে, যা আগে ছিল ১১ দশমিক ৮৩ শতাংশ। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা কমে দাঁড়াবে ১০ দশমিক ৪১ শতাংশ; আগে যা ছিল ১১ দশমিক ৮৩ শতাংশ।

তিন বছর মেয়াদি তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৪৮ শতাংশ। আগে যা ছিল ১১ দশমিক ৮২ শতাংশ। আর এর বেশি বিনিয়োগে মুনাফা পাওয়া যাবে ১০ দশমিক ৪৩ শতাংশ। যা আগে ছিল ১১ দশমিক ৭৭ শতাংশ।

পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা কমিয়ে ১০ দশমিক ৫৯ শতাংশ করা হয়েছে। আগে যা ছিল ১১ দশমিক ৯৮ শতাংশ। এর বেশি বিনিয়োগে মুনাফা দাঁড়াবে ১০ দশমিক ৪১ শতাংশ। যা আগে ছিল ১১ দশমিক ৮০ শতাংশ।

এছাড়া পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা হবে ১০ দশমিক ৫৪ শতাংশ। আগে যা ছিল ১১ দশমিক ৯৩ শতাংশ। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৪১ শতাংশ। যা এতদিন ছিল ১১ দশমিক ৮০ শতাংশ।

তিন বছর মেয়াদি পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট হিসাবেও একইভাবে মুনাফা কমানো হয়েছে। সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা পাওয়া যাবে ১০ দশমিক ৪৮ শতাংশ এবং এর বেশি বিনিয়োগে ১০ দশমিক ৪৩ শতাংশ। আগে এসব ক্ষেত্রে মুনাফার হার ছিল যথাক্রমে ১১ দশমিক ৮২ ও ১১ দশমিক ৭৭ শতাংশ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত মেয়াদের আগে সঞ্চয়পত্র বা ডিপোজিট ভাঙানো হলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছর শেষে তুলনামূলক কম হারে মুনাফা দেয়া হবে। যেসব ক্ষেত্রে মেয়াদ চলাকালে মুনাফা পরিশোধ করা হয়, সেখানে মেয়াদ পূর্তির সময় মূল টাকার সঙ্গে নির্ধারিত হারে সমন্বয় করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়