Apan Desh | আপন দেশ

নন-লাইফ বিমায় এজেন্টদের জন্য দুঃসংবাদ দিল আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:০৯, ২৭ ডিসেম্বর ২০২৫

নন-লাইফ বিমায় এজেন্টদের জন্য দুঃসংবাদ দিল আইডিআরএ

ফাইল ছবি

সাধারণ বিমা কোম্পানির ব্যক্তি এজেন্টদের লাইসেন্স স্থগিত করেছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কোম্পানিগুলোর উন্নয়ন কর্মকর্তারা যে সংগৃহীত প্রিমিয়াম থেকে শতকরা হারে টাকা পান, তা-ও বন্ধ করে দেয়া হয়েছে।

আগামী ১ জানুয়ারি থেকে এ প্রজ্ঞাপন কার্যকর হবে। নন-লাইফ বা সাধারণ বিমা কোম্পানিগুলোতে তিন হাজারের কাছাকাছি এজেন্ট রয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের নন-লাইফ বিমা কোম্পানিতে আর কোনো ব্যক্তি বিমা এজেন্ট থাকবে না। বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন, গত ১৮ নভেম্বর এ বিষয়ে সুপারিশ করেছিল।

আইডিআরএ বলেছে, বিমা খাতের স্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। ব্যক্তি বিমা এজেন্টদের কমিশন বর্তমানে ১৫ শতাংশ। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সংগৃহীত প্রিমিয়ামের শতকরা হারে আর দেয়া যাবে না।

চুক্তিভিত্তিক নিয়োগ ছাড়া অন্য সব উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতা দিতে হবে কোম্পানির নির্ধারিত বেতন-কাঠামো অনুযায়ী। পরিশোধ করতে হবে, ব্যাংকের মাধ্যমে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়