ফাইল ছবি
নিলামের মাধ্যমে ৪টি ব্যাংকের কাছ থেকে আরও ৬০ মিলিয়ন বা ৬ কোটি মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে ছয় কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। কাট অফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
আরও পড়ুন<<>>দুর্নীতিবাজদের প্রতি ঘৃণার সংস্কৃতি গড়ে তুলতে হবে: অর্থ উপদেষ্টা
এ নিয়ে চলতি ডিসেম্বরে ৮০৫ দশমিক ৫০ মিলিয়ন বা ৮০ কোটি ৫৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক।
এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ২৯৩ কোটি ১৫ লাখ বা ২ দশমিক ৯৩ বিলিয়ন ডলার।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



































