Apan Desh | আপন দেশ

নভেম্বরে রেমিট্যান্স এলো ২৮৯ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৯:৩৬, ১ ডিসেম্বর ২০২৫

নভেম্বরে রেমিট্যান্স এলো ২৮৯ কোটি ডলার

ফাইল ছবি

চলতি বছরের নভেম্বরে দেশে ২৮৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা টাকার অঙ্কে (১২২.২১ টাকা দরে) ৩৫ হাজার ৩১৮ কোটি। সোমবার (০১ ডিসেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ডলার। অর্থাৎ এক মাসে রেমিট্যান্স বৃদ্ধির হার প্রায় ১২.৯ শতাংশ। গত বছরের একই সময়ে (নভেম্বর ২০২৪) রেমিট্যান্স এসেছিল ২২০ কোটি ডলার। ফলে, বছওয়ার ভিত্তিতে রেমিট্যান্স প্রবৃদ্ধি প্রায় ৩১.৪ শতাংশ।

আরও পড়ুন>>>একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি নভেম্বরে সবচেয়ে বেশি রেমিট্যান্স সংগ্রহ করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)। প্রতিষ্ঠানটি এককভাবে সংগ্রহ করেছে ৬০ কোটি ডলার। যা মোট রেমিট্যান্স প্রবাহের প্রায় ২০.৮ শতাংশ।

এ সময়ে দেশের আটটি ব্যাংক কোনো রেমিট্যান্স আনতে পারেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রেমিট্যান্স প্রবাহে মাসওয়ারি ও বছওয়ার উভয় ক্ষেত্রে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়