Apan Desh | আপন দেশ

ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৪, ১৭ মে ২০২৫

আপডেট: ১৬:৫৫, ১৭ মে ২০২৫

ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ছবি: আপন দেশ

ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন (সিলেট) অনুষ্ঠতি হয়েছে। শুক্রবার (১৬ মে) সিলেটে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মুখলেসুর রহমান।

আরওপড়ুন<<>>জুনে আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ

সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ইমরান আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনর্চাজ মো.মেশকাত-উল-আনোয়ার খান, কোম্পানি সচিব ও এসভিপি মো. কায়সার রশিদ, সিলেটের আঞ্চলকি ব্যবস্থাপক ও ভিপি বি এম সাইফুজ্জামান, সিলেট অঞ্চলের সকল শাখার ব্যবস্থাপক, অপারশেন্স ম্যানজোররাসহ উপশাখার ব্যবস্থাপকরা অংশ গ্রহণ করেন।

এ সময় ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণ আদায়, ভবিষ্যৎ পরিকল্পনা, আমানত সংগ্রহ এবং সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিকরণে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন অতিথিরা। বিশেষত শাখা ব্যবস্থাপকদের খেলাপি ঋণ পুনরুদ্ধার, নতুন আমানত সংযোজন এবং গ্রাহক সেবার মানোন্নয়নে মনোযোগী হওয়ারও আহবান জানানো হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়