Apan Desh | আপন দেশ

মার্চে মূল্যস্ফীতি বেড়েছে

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:৪৬, ৮ এপ্রিল ২০২৫

মার্চে মূল্যস্ফীতি বেড়েছে

ফাইল ছবি

মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৯ দশমিক ৩৫ শতাংশে পৌঁছেছে। ফেব্রুয়ারিতে এটি ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। ফেব্রুয়ারিতে ২২ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি দেখতে পায় দেশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্লেষণে দেখা যায়, খাদ্য বহির্ভূত পণ্যের দাম বেড়ে যাওয়ার ফলে মূল্যস্ফীতি সামান্য বাড়ে। মার্চে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ। যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। তবে খাদ্য বহির্ভূত পণ্যের দাম বেড়ে ফেব্রুয়ারির ৯ দশমিক ৩৮ শতাংশ থেকে মার্চে ৯ দশমিক ৭০ শতাংশে পৌঁছেছে।

শহর ও গ্রামে একই চিত্র লক্ষ্য করা গেছে। শহরের খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ১৮ শতাংশ থেকে ৯ দশমিক ৪৭ শতাংশে নেমেছে। তবে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ৮১ শতাংশ হয়েছে।

এদিকে গ্রামে খাদ্য বহির্ভূত পণ্যের দাম বেড়ে ৯ দশমিক ৯৭ শতাংশ হয়েছে। যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৮৫ শতাংশ। শহরে এ খাতে মূল্যস্ফীতি ৯ দশমিক ২৭ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৯৫ শতাংশে দাঁড়িয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়