Apan Desh | আপন দেশ

আ.লীগের জন্মস্থান রোজ গার্ডেন ক্রয়ে ক্ষতি, অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২০, ১৯ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:২১, ১৯ নভেম্বর ২০২৫

আ.লীগের জন্মস্থান রোজ গার্ডেন ক্রয়ে ক্ষতি, অনুসন্ধানে দুদক

ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের জন্মস্থান খ্যাত রোজ গার্ডেন কেনার নামে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনুসন্ধানে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে বলে বুধবার (১৯ নভেম্বর) জানিয়েছেন দুদকের উপপরিচালক মো. আক্তার হোসেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, হৃষিকেশ দাস নামে এক ব্যবসায়ী ১৯৩১ সালে প্রায় ২২ বিঘা জমির ওপর ওই বাগানবাড়ি নির্মাণ করেন। বাড়ির চারপাশ তিনি সাজিয়ে তোলেন বিভিন্ন দেশ থেকে আনা দুর্লভ প্রজাতির গোলাপের বাগানে। তখন থেকে এর নাম হয় রোজ গার্ডেন। ১৯৩৬ সালে ঢাকার বই ব্যবসায়ী খান বাহাদুর মৌলভী কাজী আবদুর রশীদের কাছে ওই সম্পত্তি বিক্রি করে দেন হৃষিকেশ দাস। কাজী আবদুর রশীদ সেখানে প্রভিন্সিয়াল লাইব্রেরি গড়ে তোলেন। 

আরও পড়ুন<<>>অনিয়মে জড়ানো কর্মকর্তার বেতন কমাল এনবিআর

১৯৪৯ সালের ২৩ জুন এ রোজ গার্ডেনেই গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। ১৯৫৫ সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে এ দলের নতুন নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ।

২০১৮ ব্যক্তি মালিকাধীন পুরাকীর্তি হিসেবে সংরক্ষিত ওই বাড়ি কিনে নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এতে সরকারের ৩৩১ কোটি ৭০ লাখ দুই হাজার ৯০০ টাকা ব্যয় হওয়ার কথা জানায় সরকার।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: