Apan Desh | আপন দেশ

ইউনূস গ্রুপের সোনালী পেপার শেয়ার কেলেঙ্কারি: জেনেক্সের জরিমানা ১২ কোটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ইউনূস গ্রুপের সোনালী পেপার শেয়ার কেলেঙ্কারি: জেনেক্সের জরিমানা ১২ কোটি

ফাইল ছবি

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস্ লিমিটেডেরে শেয়ার কেলেঙ্কারির দায়ে জেনেক্স ইনফোসিস লিমিটেডকে ২ কোটি ৫৫ লাখ টাকা এবং এর ৯ কর্মকর্তাকে ৯ কোটি ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মোট দণ্ড ১২ কোটি ৮২ লাখ টাকা। এ দণ্ড দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি।

দন্ডপ্রাপ্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ইউনূস গ্রুপের একটি সহযোগি প্রতিষ্ঠান। দেশের দুই শেয়ার বাজারে এটি তালিকাভুক্ত। এর আগে ইউনূস গ্রুপের আরেক সহযোগি প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে ডলার কারসাজির অভিযোগ পড়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান রাশেদ মাকসুদ। কমিশনের অন্যান্যরা সভায় উপস্থিত ছিলেন। 

 আরও পড়ুন<<>> শাহজালাল ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ডলার কারসাজির অভিযোগ

সভা শেষে বিএসইসির মুখপাত্র আবুল কালামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর নাগাদ সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডেরে শেয়ার লেনদেনের ক্ষেত্রে আইন ভঙ্গ করেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

এর দায়ে বিধি ভঙ্গকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান টিআইএম নুরুল কবির, ভাইস চেয়ারম্যান প্রিন্স মজুমদার, ভারপ্রাপ্ত এমডি ও সিইও শাহ জালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, হাসান শহীদ সরোয়ার (ওরাকল সার্ভিস লিমিটেডের নমিনি), পরিচালক মো. আদনান ইমাম, নিলুফার ইমাম, স্বতন্ত্র পরিচালক রোকেয়া ইসলাম ও জহরু সৈয়দ বখতসহ প্রত্যেককে ১ কোটি ৩ লাখ টাকা করে অর্থদণ্ডে দন্ডিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও বিধিভঙ্গকারী প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিসকে ২ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে ১২ কোটি ৮২ লাখ টাকা জরিমানা গুনতে হবে প্রতিষ্ঠান ও তার কর্মকর্তাদের।
    
আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়