Apan Desh | আপন দেশ

কৃষিজ প্রকল্প থেকে পর্যটন কেন্দ্র 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৩, ২৬ জানুয়ারি ২০২৬

কৃষিজ প্রকল্প থেকে পর্যটন কেন্দ্র 

ছবি: আপন দেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দিগন্তজোড়া সূর্যমুখী ফুলের হলুদ হাসি এখন যে কারও নজর কাড়ছে। এক সময় ভোজ্য তেল উৎপাদনের লক্ষ্য নিয়ে শুরু হওয়া একটি সাধারণ কৃষিজ প্রকল্প বর্তমানে রূপ নিয়েছে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করছেন এ নয়নাভিরাম সূর্যমুখী বাগানগুলো দেখতে।

সরেজমিনে দেখা যায়, সারি সারি সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তৈরি করেছে এক অপরূপ দৃশ্য। প্রকৃতির এ হলুদের সমারোহ দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমী মানুষ।

ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে শ্রীপুরের কৃষকরা ব্যাপকভাবে সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠেছেন। অনুকূল আবহাওয়ার কারণে এ বছর ফলনও হয়েছে আশাব্যঞ্জক। স্থানীয় কৃষি অফিসের সহযোগিতায় হাইব্রিড জাতের সূর্যমুখী চাষ করে কৃষকরা একদিকে লাভের মুখ দেখছেন, অন্যদিকে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর নান্দনিক পরিবেশ। 

আরও পড়ুন<<>>গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

বিগত কয়েক সপ্তাহ ধরে শ্রীপুরের বিভিন্ন গ্রামের সূর্যমুখী বাগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। বিকেলের নরম আলোয় সূর্যের দিকে মুখ করে থাকা হাজার হাজার ফুলের দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভিড় করছেন ফটোগ্রাফার, ব্লগার ও দর্শনার্থীরা।

একজন স্থানীয় দর্শনার্থী বলেন, আমি ভাবতেই পারিনি আমাদের বাড়ির পাশেই এত সুন্দর একটি বাগান হবে। আগে শুধু ছবিতে দেখতাম, আজ সরাসরি দেখে মন ভরে গেছে।

দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ে বাগানের মালিকরা কিছুটা উদ্বিগ্ন। অনেক সময় ছবি তুলতে গিয়ে অসাবধানতায় ফুল ও গাছের ক্ষতি হচ্ছে। তাই কৃষকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—সৌন্দর্য উপভোগের পাশাপাশি ফসল রক্ষায় সচেতন থাকার।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, সূর্যমুখী চাষ শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি উচ্চমানের ভোজ্য তেলের একটি গুরুত্বপূর্ণ উৎস। পর্যটনের এ আগ্রহকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে কৃষকদের আরও উৎসাহিত করার পরিকল্পনাও রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

একীভূতকরণ হচ্ছে বিডা-বেজা-বেপজাসহ ৬ প্রতিষ্ঠান জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী: জামায়াত আমীর চট্টগ্রাম বন্দর পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল আ.লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি: সালাহউদ্দিন আহমেদ ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, বহু নিখোঁজ বিসিবি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে: আমিনুল ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি পাকিস্তানে সতর্কতা জারি বাবার জন্মদিনে মির্জা ফখরুলকন্যার আবেগঘন পোস্ট