Apan Desh | আপন দেশ

পালিয়ে যাওয়ার ২ সপ্তাহ পর ফিরে এলেন জামাই-শাশুড়ি, অতঃপর...

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫০, ২৫ জানুয়ারি ২০২৬

পালিয়ে যাওয়ার ২ সপ্তাহ পর ফিরে এলেন জামাই-শাশুড়ি, অতঃপর...

ছবি : আপন দেশ

স্ত্রী রেখে শাশুড়িকে নিয়ে পালিয়ে যান জামাই। প্রায় ২ সপ্তাহ নিখোঁজ থাকার পর তারা পুনরায় এলাকায় ফিরে এসেছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ও নিন্দার ঝড় বইছে।

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে।

স্থানীয়দের তথ্যমতে, ২ বছর আগে সদর উপজেলার পশ্চিম পাঁচখোলা এলাকার আউয়াল মাতুব্বরের ছেলে পিকআপ চালক রাহুল মাতুব্বরের সঙ্গে একই এলাকার প্রবাসী মনির মাতুব্বরের মেয়ে তামান্নার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। 

তাদের বাড়ি একই এলাকায় হওয়ায় শাশুড়ির যাতায়াত ছিল নিয়মিত। এই যাতায়াতের সুবাদে জামাই রাহুলের সঙ্গে শাশুড়ি হোসনে আরার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এর জেরে গত দুই সপ্তাহ আগে তারা অজানার উদ্দেশ্যে পাড়ি জমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তারা পুনরায় রাহুলের বাড়িতে ফিরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

এ সময় নিজের স্বামী ও মাকে একসঙ্গে ফিরে আসতে দেখে কান্নায় ভেঙে পড়েন তামান্না। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন : সাদ্দামের প্যারোলে মুক্তি নিয়ে যে ব্যাখ্যা দিল যশোর ডিসি অফিস

এদিকে, ঘটনার খবর পেয়ে তামান্নার বাবা প্রবাসী মনির মাতুব্বর বিদেশ থেকে দেশে ফিরেছেন।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এনএম 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়