ছবি: আপন দেশ
ফ্যাসিবাদ-গুম-খুন চিরতরে রুখে দিতে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বান্দরবানে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠকে একথা বলেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের চড়ুইপাড়া এলাকায় আয়োজিত উঠান বৈঠকে অন্যদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আবদুর রহমান উপস্থিত ছিলেন।
অপরদিকে উপদেষ্টা বান্দরবান পৌরবাসীর পানি সংকট ও ব্রিজ ব্যবস্থাপনা নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেছে। এসময় জনস্বাস্থ্য প্রকৌশল, এলজিইডি, গণপূর্ত অধিদফতরসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন<<>>দ্রুতই পে স্কেল বাস্তবায়নের আভাস অর্থ উপদেষ্টার
এর আগে উপদেষ্টা সকালে শহরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ, গুম-খুনসহ নানা অনিয়ম চিরতরে রুখে দিতে জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন। ভবিষ্যতে যেন আর কখনো গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে এবং কোনোভাবে ফ্যাসিবাদ ফিরে না আসে সে জন্য জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, বিগত সময়ে সারাদেশে যে অন্যায়-অবিচার হয়েছে, তা আর হতে দেয়া হবে না। গণ-অভ্যুত্থানের সরকারের উদ্যোগে এবং বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই সনদ কার্যকর করা হয়েছে। জনগণের সম্মতির জন্য ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ভোট দিতে হবে। বাকিটা আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যেই স্বপ্ন আমাদের শহীদেরা দেখিয়ে গেছেন। যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। তারা ওই বাংলাদেশই চেয়েছেন, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না। বাংলাদেশের পরিবর্তন আনার জন্য। সে পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































