Apan Desh | আপন দেশ

হুজাইফার মাথার খুলি ফ্রিজে, সম্ভব হয়নি গুলি বের করা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০০, ১৩ জানুয়ারি ২০২৬

হুজাইফার মাথার খুলি ফ্রিজে, সম্ভব হয়নি গুলি বের করা

ছবি : আপন দেশ

মিয়ানমারের আরাকান আর্মির গুলিতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা গুরুতর আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। অস্ত্রোপচারের পরও মাথার ভেতরের গুলি বের করা সম্ভব হয়নি। তাই মস্তিষ্কের চাপ কমাতে খুলির একটি অংশ ফ্রিজে রাখা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে হউসের দ্বীপ এলাকায় গুলিবিদ্ধ হয় হুজাইফা। 

পরিবারের দাবি, মিয়ানমারের সশস্ত্র সদস্যরা দেশের অভ্যন্তরে প্রবেশ করে গুলি ছুঁড়েছে।

ঘটনার এক দিন পর সোমবার (১২ জানুয়ারি) সকালে একই এলাকায় পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে হানিফ নামের এক যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ প্রধান অধ্যাপক হারুন অর রশিদ বলেন, ‘দীর্ঘ অস্ত্রোপচার করা হলেও গুলিটি মস্তিষ্কে ঝুঁকিপূর্ণ স্থানে থাকায় তা বের করা যায়নি। তবে মস্তিষ্কের চাপ কমানো হয়েছে।’

স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্ত সূত্র জানায়, রোহিঙ্গা বিদ্রোহী ও প্রতিপক্ষের মধ্যে সংঘাত চলছে। এর জেরে আরাকান আর্মি নাফ নদীর দ্বীপ ও সীমান্ত এলাকায় স্থলমাইন পুঁতে রেখেছে। এসব দ্বীপে মাছ চাষ হয়। সেখানে স্থানীয়রা যাতায়াত করেন। এতে তারা বড় ঝুঁকিতে পড়ছেন।’

আরও পড়ুন : শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের রায় ওয়েবসাইটে প্রকাশ

হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বলেন, ‘সংঘর্ষের জেরে সশস্ত্র গোষ্ঠীগুলো বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে। সেখান থেকেই গোলাগুলি ও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে।’

আপন দেশ/এসএস/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়