Apan Desh | আপন দেশ

এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৮, ২২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:২৪, ২২ ডিসেম্বর ২০২৫

এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

ছবি : আপন দেশ

দুর্বৃত্তের গুলিতে গুরুতর জখম হয়ে সপ্তাহেরও বেশি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মাত্র কয়েক দিন আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদি। এ জুলাইযোদ্ধার মৃত্যুর শোক কাটতে না কাটতেই এবার খুলনায় প্রকাশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারের ওপর গুলির ঘটনা ঘটেছে। 

সোমবার (২২ ডিসেম্বর) এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদার কে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেয়া হয়েছে।

আরও পড়ুন<<>>যুবককে পিটিয়ে হত্যায় গ্রেফতার আরও ২

সোনাডাঙ্গা মডেল থানার ওসি অনিমেষ মণ্ডল বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে তার মাথার সিটি স্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেয়া হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, প্রশাসনের নীরবতা এবং নিষ্ক্রিয়তা আমাদের জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে৷ খুলনা এখন কিশোর গ্যাং আর সন্ত্রাসীদের নগরে পরিণত হয়েছে৷ 

তিনি বলেন, পুলিশ যে গুটিকয়েক সন্ত্রাসীদের আটক করছে তারা আবার কোর্ট থেকে অতি সহজেই জামিন নিয়ে আবার সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হচ্ছে৷ আর এ সবগুলো সন্ত্রাসী গ্রুপই শেখ বাড়ি ও আওয়ামী নেতাদের আশীর্বাদপুষ্ট৷ নিষিদ্ধ সংগঠন আওয়ামী নেতাদের মদদেই সন্ত্রাসীরা খুলনাকে অশান্ত করার আর আমাদের প্রাণ নেয়ার মিশনে নেমেছে৷ খুলনার সাধারণ মানুষ তাদের জান ও মালের নিরাপত্তা চাই। 
জুলাইযোদ্ধারা বেঁচে থাকার স্বাধীনতা চাই৷

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়