ছবি : আপন দেশ
পঞ্চগড়ে হিমালয় থেকে আসা কনকনে ঠান্ডা ও কুয়াশার কারণে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে ভোরের দিকে সূর্যের দেখা মিলছে না, ফলে শ্রমজীবী মানুষ ও সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। দৈনন্দিন কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে। বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন শনিবার রেকর্ড হয়েছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সকালে তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানিয়েছে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।
এদিন সকালে ঘন কুয়াশার আবরণে ঢেকে যায় উত্তরের এ জেলা। সড়কগুলোতে ছোট-বড় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। কুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস। প্রয়োজনের বাইরে অনেকে ঘর থেকে বের না হলেও জীবিকার তাগিদে কাজে যেতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের। বাড়ির আঙিনায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে অনেকে হতদরিদ্র মানুষগুলোকে।
আরও পড়ুন<<>>শরীয়তপুর–চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ
এলাকার পাথর ও চা শ্রমিকরা জানান, শীতের কারণে কাজে যেতে কষ্ট হচ্ছে। ঘন কুয়াশার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। কিন্তু কি করবো। পরিবারের কথা চিন্তা করেই শীত উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে। দিন মজুরদের যেন একই কথা।
এদিকে শীতের কারনে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগ। প্রতিদিন সর্দি, জ্বর, কাঁশি, ডায়েরিয়া, নিউমোনিয়াসহ নানান রোগ নিয়ে হাসপাতালে বহির্বিভাগে ভিড় করছেন রোগীরা। এদের বেশির ভাগ শিশু ও বয়োবৃদ্ধ। চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি শীতে সুরক্ষিত থাকতে বিভিন্ন পরামর্শ দিচ্ছে তারা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত তিনদিন ধরে তাপমাত্রা বেড়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন শনিবার রেকর্ড হয়েছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসগত ১১ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহিত হয়েছে এ অঞ্চলে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































