ছবি : আপন দেশ
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর নৌপথে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। রোববার (২১ ডিসেম্বর) মধ্যরাত সাড়ে ৩টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা দিয়েছে। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।
আরও পড়ুন<<>>গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড সভা অনুষ্ঠিত
ফেরি চলাচল বন্ধ থাকায় চট্টগ্রামের সঙ্গে দক্ষিণাঞ্চলের অন্তত একুশটি জেলার যানবাহন পারাপার কার্যত স্থবির হয়ে পড়েছে। শরীয়তপুর ও চাঁদপুর উভয় প্রান্তে যাত্রীবাহী ও পণ্যবাহী শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও পরিবহন সংশ্লিষ্টরা।
শরীয়তপুর–চাঁদপুর নৌপথে ছোট-বড় মিলিয়ে মোট চারটি ফেরি নিয়মিত যানবাহন পারাপার করে থাকে। তবে এ রুটের ফেরিগুলোতে ফগ লাইটের ব্যবস্থা না থাকায় প্রতিবছর শীত মৌসুমে ঘন কুয়াশার সময় ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। ফলে গুরুত্বপূর্ণ এ নৌরুটে বারবার যান চলাচল ব্যাহত হচ্ছে।
খুলনা থেকে বিএসআরএমের কুচি নিয়ে চট্টগ্রামগামী ট্রাকচালক আখতার হোসেন জানান, কুয়াশার কারণে তিনি রাত থেকেই নরসিংহপুর ফেরিঘাটে অপেক্ষা করছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































