Apan Desh | আপন দেশ

ধামরাইয়ে  ৫২কেজি গাঁজাসহ চার মাদক কারবারী গ্রেফতার

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৩, ১৪ ডিসেম্বর ২০২৫

ধামরাইয়ে  ৫২কেজি গাঁজাসহ চার মাদক কারবারী গ্রেফতার

ছবি: আপন দেশ

ঢাকার ধামরাইয়ে ৫২কেজি গাঁজাসহ চার মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে তাদের  ধামরাই থানায় হস্তান্তর করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামীদের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম নায়েবুল ইসলাম। 

আরও পড়ুন<<>>কালীগঞ্জে অপহরণ করে মুক্তিপণের ঘটনায় গ্রেফতার-৩

গ্রেফতাররকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার পূর্বপাড়া এলাকার মৃত আবু মোল্লা ছেলে আক্কাস ওরফে শাকিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মৃত আবু সালামের ছেলে সাইদুল ইসলাম ওরফে সাইফুল বর্তমানে ঢাকা জেলার সাভার রেডিওকলোনী এলাকায় ভাড়া বাসায় থাকেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর এলাকার মো. ফরিদ মিয়ার ছেলে মো. তারামিয়া, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়ার চর এলাকার মৃত জুরান শেখের ছেলে আরব আলী শেখ, বর্তমানে ঢাকা জেলার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের মাহফুজের বাড়ীতে ভাড়া থাকেন।

র‌্যাব ও পুলিশ জানায়, গতকাল দিনগত রাতে কালামপুর এলাকার মা ফল ভান্ডার দোকানের সামনে চেক পোষ্টের অভিযান চলাকালে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পিকআপ গাড়ীকে সিগন্যাল দিলে তারা সে সিগন্যাল অমান্য করে। পরে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল গাড়ী নিয়ে তাদের আটক করেন। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করা হলে গাড়ীতে মাদকদ্রব্য আছে বলে স্বীকার করে। পরে পিকআপ গাড়ী থেকে সাড়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম নায়েবুল ইসলাম বলেন, কালামপুর এলাকা থেকে র‌্যাব পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ৫২কেজি গাঁজাসহ চার মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাদের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়