Apan Desh | আপন দেশ

কালীগঞ্জে অপহরণ করে মুক্তিপণের ঘটনায় গ্রেফতার-৩

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫০, ১৩ ডিসেম্বর ২০২৫

কালীগঞ্জে অপহরণ করে মুক্তিপণের ঘটনায় গ্রেফতার-৩

ছবি: আপন দেশ

গাজীপুরের কালীগঞ্জে সন্ত্রাসী, খুন, চাঁদাবাজি ও মাদক মামলার আসামী সাকিল মোল্লাসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শীর্ষ মাদক সম্রাট সাকিল মোল্লার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত থাকায় ১১টি মামলা রয়েছে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে জরুরী সেবা ৯৯৯ এর প্রাপ্ত সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের আ. করিম মোল্লার পূত্র সাকিল মোলা (৩৫), রাতকানা এলাকার মো. নুর চাঁন আকন্দের পূত্র মো, গোলজার হোসেন (৩৬) এবং মোক্তারপুর ইউনিয়নের বড়গাও এলাকার বাবুল মোড়লের পূত্র মো. নাইম (২৫) কে গ্রেফতার করে। 

আরও পড়ুন<<>>ফসলের মাঠে কমছে কাকতাড়ুয়া, বাড়ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার

সূত্রটি আরও জানায় জামালপুর ইউনিয়নের কাপাইস এলাকার বাছের উদ্দিন ব্যাপারীর পূত্র মো. রাসেল ব্যাপারীকে সাকিল মোল্লা ও তার সঙ্গীরা পরত্যক্ত মুরগীর খামারে জিম্মি করে এক লক্ষ ৭৫ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। এসময় স্থানীয়রা তার ডাক-চিৎকার শুনে জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে। পরে মাঝরাতে পুলিশ কলাপাটুয়া এলাকার মুরগীর খামার হতে রাসেল ব্যাপারীকে উদ্ধার করে। সাকিল মোল্লার বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও মাদক মামলাসহ ১১ টি মামলা রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, চাঁদাদাবী ও জিম্মিকরে মুক্তিপণের ঘটনায় গ্রেফতারকৃত তিন আসামীকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়