ছবি : আপন দেশ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভুল চিকিৎসার নবজাতকের মৃত্যুর পর আল-রাজি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (০৭ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।
আরও পড়ুন<<>>পঞ্চগড়ে মৃদু শৈত্য প্রবাহ, জনজীবনে বিপর্যয়
নিয়ম-নীতির তোয়াক্কা না করে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা হাসপাতাল ও ক্লিনিকগুলো রোগীর জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছে। যেখানে মানুষের জীবন–মরণের প্রশ্ন, সেখানে অবহেলা বা অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জনস্বার্থে এসব অনিয়মকারীদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছে সচেতন মহল।
জনগণের স্বাস্থ্যসেবা যেন হয় নিরাপদ, সুষ্ঠু এবং দায়িত্বশীল—এটাই প্রত্যাশা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



































