Apan Desh | আপন দেশ

বিয়ের দাওয়াত পাননি তাই সংঘর্ষ, আহত-১০, পুলিশ মোতায়েন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১২:১২, ২২ নভেম্বর ২০২৫

বিয়ের দাওয়াত পাননি তাই সংঘর্ষ, আহত-১০, পুলিশ মোতায়েন

ছবি সংগৃহীত

ঝিনাইদহে বিয়েতে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার বাকড়ি গ্রামের ঘটনা এটি। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। প্রতিবেশী শাহিন উদ্দিনকে বিয়েতে দাওয়াত না দেয়ায় শুক্রবার রাতে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

আরও পড়ুন <<>> বংশালে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

পরদিন সকালে শাহিনের পক্ষের লোকজন রফিকুলের বাড়িতে হামলা চালায়। এরপর দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা রোধে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়