Apan Desh | আপন দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৬, ১৫ নভেম্বর ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

ছবি : আপন দেশ

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা নাফ পরিবহনের একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (১৫ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সড়ক ও জনপদ (সওজ) অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে মহাসড়কের ওপর নাফ পরিবহনের মিনিবাসটি পার্কিং করে চালক চলে যান। রাতভর বাসটি সেখানেই ছিল।

আরও পড়ুন<<>>স্ত্রীকে হত্যার পর গলাকেটে আত্মহত্যার চেষ্টা স্বামীর

শনিবার সকল ৬টার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ততক্ষণে বাসের সিট, গ্লাসসহ ভেতরের অংশ পুড়ে যায়। তবে ঘটনার সময় বাসে কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম বলেন, বাসে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত নাকি যান্ত্রিক ত্রুটি তা এ মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। এ ঘটনায় তদন্ত চলছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়