Apan Desh | আপন দেশ

উত্তরে ভোরের কুয়াশায় শীতের আগমনী বার্তা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:২৩, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:৩০, ৩ নভেম্বর ২০২৫

উত্তরে ভোরের কুয়াশায় শীতের আগমনী বার্তা

ছবি : আপন দেশ

ভোর হতেই কুয়াশার দেখা, সকালের রোদে মিষ্টি ভাব, বার্তা দিয়ে যায়, প্রকৃতিতে শীত এলো বলে। শরৎ শেষে হেমন্ত চলছে। এরপরেই শীতকাল। কিন্তু গ্রাম বাংলার প্রকৃতি এখন থেকেই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। উত্তরের জেলা গুলোতে এরইমধ্যে দেখা মিলছে ভোরের শিশির আর কুয়াশার। 

তবে দিনভর আবহাওয়া অনেকটা গরমই থাকছে। দিনশেষে গভীর রাত থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া, সঙ্গে নামছে হালকা কুয়াশা। ঋতুচক্র অনুযায়ী শীতের আনুষ্ঠানিক আগমন হতে এখনও মাসখানেক বাকি। কিন্তু কুড়িগ্রামের প্রকৃতিতে ইতোমধ্যেই শীতের অনুভুত হচ্ছে।

ভোরবেলা ঘুম ভাঙতেই জানালা খুলে দেখা যায় চারদিক কুয়াশায় মোড়া, যেন এক মায়াময় আবরণে ঢাকা পৃথিবী। সামান্য দূরত্বেও কিছু দেখা কঠিন হয়ে পড়ছে। সূর্যের আলোর দেখা মিলছে খানিকটা দেরিতে। সকালে বাইরে পা রাখলেই চোখে পড়ে, গাছের পাতায় আর মাকড়সার জালে মুক্তোদানার মত ঝুলে আছে শিশিরবিন্দু। দৃষ্টিনন্দন সেই দৃশ্য মন ভরিয়ে দেয় প্রশান্তিতে।

বাতাসে হালকা শীতের ছোঁয়া, কিন্তু এখনো তীব্র ঠান্ডা পড়েনি। তাই এ কুয়াশাচ্ছন্ন সকালগুলো যেন একরাশ শান্তি ও রোমাঞ্চ এনে দেয়।

আরও পড়ুন<<>>হেমন্তেই শীতের আগমনী বার্তা

প্রকৃতি যেন ধীরে ধীরে বদলে নিচ্ছে নিজের সাজ। দূরের মাঠে দেখা যাচ্ছে সবজির চারা, খেজুর গাছের ডগায় উঠছে রস টপটপ করে পড়ার প্রস্তুতি। শিশিরে ভেজা পথঘাটে সকালের হাঁটাচলা হয়ে উঠছে উপভোগ্য এক অভিজ্ঞতা।

সামনের দিনগুলোয় যখন কুয়াশা আরও ঘন হবে, বাতাসে বইবে হিমেল পরশ, তখন প্রকৃতি পাবে নতুন রূপ। এ সকালের কুয়াশা যেন মৃদু কণ্ঠে জানিয়ে গেল শীত আর খুব দূরে নয়।

এদিকে রাজশাহীতে হালকা শীত অনুভূত হচ্ছে। সকালে ঝরছে শিশির। সোমবার (০৩ নভেম্বর) সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১৪ মিনিটে। তবে সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশাচ্ছন্ন আকাশে হালকা সূর্যের দেখা মিলেছে। ভোর থেকে কুয়াশার চাদরে নিজেকে মুড়িয়ে নিয়েছে রাজশাহী।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আর রবিবার (২ নভেম্বর) ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বাবু বলেন, কয়েকদিন আগে বৃষ্টিপাত হলো। বৃষ্টিপাত শেষে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। সকালে কুয়াশা পড়েছে। এটা শীতের বার্তা দিচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত: সিইসি আ.লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি শেখ হাসিনাদের বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর, মানবতাবিরোধী অপরাধ নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান ঘটল শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করল ডাকসু রাজপথের আ. লীগ অধিক শক্তিশালী-জনপ্রিয়: রিচি সোলায়মান