ছবি : আপন দেশ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু বৈশাখীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এ নিয়ে নিখোঁজ পাঁচ শিশুর সবার মরদেহ উদ্ধার করা হল।
রোববার (২ নভেম্বর) সকাল ৭টায় ঝিনাই নদীর চরহরিপুর এলাকা থেকে লাশটি স্থানীয়রা উদ্ধার করে বলে শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জিয়াউল হক জিয়া জানান।
এসআই জিয়াউল বলেন, শুক্রবার (৩১ অক্টোবর বিকেলে স্থানীয় একটি স্কুল মাঠে ফুটবল খেলা শেষে ঝিনাই নদীর চরভাটিয়ানী আমতলা এলাকায় যায় পাঁচ শিশু। সেখানে আনার সরকারবাড়ীর ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা।
ফায়ার সার্ডিসের ডুবুরি দল শুক্র ও শনিবার অভিযান চালিয়ে চারজনের মৃতদেহ উদ্ধার করলেও নিখোঁজ ছিল বৈশাখী। রোববার সকালে তার মরদেহ ভেসে ওঠে বলে জানান এসআই জিয়াউল হক।
আরও পড়ুন<<>> আমরা মওদুদী নয়, মদিনার ইসলাম চর্চা করি: সালাহউদ্দিন
বৈশাখী শেরপুর জেলার নকলা উপজেলার টাংগালিয়া এলাকার হোসেন আলীর মেয়ে। অন্যরা হলো- চর ভাটিয়ানি এলাকার প্রবাসী দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২) ও ছেলে আবু হাসান (৮), বাউসী এলাকার নুর ইসলামের মেয়ে সাবেরা আক্তার (৮) ও সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের প্রবাসী আজাদ মিয়ার মেয়ে কুলসুম।
জানা গেছে, শুক্রবার বিকেলের দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানী এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীতে পাঁচ শিশু নৌকা দিয়ে ঘোরাঘুরি করছিল। কোনো একসময় পানিতে পড়ে ডুবে যায় তারা। একপর্যায়ে স্বজনরা নৌকায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। পরে রাত হয়ে গেলে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করে ডুবুরিদল। অভিযানের একপর্যায়ে কুলসুমের মরদেহ উদ্ধার করা হয়। রোববার বৈশাখীর মরদেহ উদ্ধার করে পরিবার।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন বলেন, সকাল ৭টার দিকে নিখোঁজ শিশু বৈশাখীর পরিবারের লোকজন ঝিনাই নদী থেকে মরদেহ উদ্ধার করেন। বাকি চার শিশুর মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার করে।
একই পরিবারের ভাইবোনসহ চার শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































