
ছবি : আপন দেশ
সাতক্ষীরা শহরের পলাশপোল নিউ মার্কেটের পেছনের একটি ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা আক্তার হিরা যশোরের বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের অ্যাডলিব শোরুমে চাকরি করতেন। প্রায় এক মাস আগে পলাশপোল এলাকায় ভাড়া বাসায় ওঠেন।
এ সময় বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ জানান, হিরা তার বাসায় এক মাস ধরে ভাড়া থাকতেন। তিনি অ্যাডলিব শোরুমে কাজ করতেন। বিস্তারিত তথ্য শোরুম থেকেই জানা যাবে।
আরও পড়ুন<<>>নমিনেশন ফরম ছিঁড়ে প্রার্থীর ভাইকে মারধর
স্থানীয় বাসিন্দা আছিয়া খাতুন বলেন, শুনে এসেছি মেয়েটি গলায় দড়ি দিয়েছে। এসে দেখি পুলিশ এসেছে। আমরা পুলিশকে মরদেহ নামাতে সাহায্য করেছি।
এ সময় অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, তাসলিমা আমাদের স্টাফ ছিলেন। মঙ্গলবার তার ছুটি ছিল, সকালে বলেছিল যশোর যাবে। এজন্য আমরা খোঁজ নিইনি। বিকেল ৪টার দিকে বাড়ির মালিক ফোন করে জানালে আমরা বিষয়টি জানতে পারি। পরে আমাদের একজন স্টাফ গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা দরজা ভেঙে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে জানান।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।