Apan Desh | আপন দেশ

সাতক্ষীরায় জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন 

সাতক্ষীরা প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ১৩:২১, ২০ অক্টোবর ২০২৫

সাতক্ষীরায় জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন 

ছবি : আপন দেশ

সবার জন্য মানসম্মত পরিসংখ্যান এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপন হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এদিন সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা পরিসংখ্যান অফিস আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভায অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান অফিস সাতক্ষীরার উপপরিচালক মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। 

আরও পড়ুন<<>>পুলিশের গাড়িতে যুবককে পেটানোর অভিযোগ

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার। এছাড়া জেলা সমবায় অফিসার সেলিম আক্তার, কলারোয়া উপজেলা পরিসংখ্যান অফিসার তালেব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। পরে একটি বর্ণঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।  

র‍্যালি ও আলোচনা সভায় প্রশাসনিক কর্মকর্তা ও পরিসংখ্যান অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা পরিসংখ্যান অফিসার কাজী সিদরাতুল মুনতাহা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়