Apan Desh | আপন দেশ

‘জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন জনগণ মানবে না’

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:২০, ১৫ অক্টোবর ২০২৫

‘জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন জনগণ মানবে না’

ছবি: আপন দেশ

পাঁচ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) সাতক্ষীরা খুলনারোড মোড় থেকে ইটাগাছা হাটের মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। এ ৫ দফা দাবি গণমানুষের মুক্তির জন্য। এ দাবিগুলো বাস্তবায়িত হলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।

জামায়াতের ৫ দফা দাবিগুলো হলো- ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম—নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’ ও ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা’—এ ৫ দাবি গণমানুষের মুক্তির দাবি। এ ৫ দফা বাস্তবায়িত হলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।

পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে বুধবার ১৫ অক্টোবর সাতক্ষীরা খুলনারোড মোড় থেকে ইটাগাছা হাটের মোড় পর্যন্ত ২ কিলোমিটার সড়কজুড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন>>>টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ যাত্রীর

পৃথক চারটি স্থানে এ মানববন্ধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খুলনারোড মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে নের্তৃত্বদেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক। কোটসংলগ্ন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃৃত্বদেন সদর জামায়াতের সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও তুফানমোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানসহ জামায়াত নের্তৃবৃন্দ।

জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, হাজার হাজার মানুষ সড়কে দাঁড়িয়েও যদি সরকারের কানে আওয়াজ না যায়, সরকার যদি জনগণের চোখের ভাষা না বোঝে, তবে জনগণের দাবি আদায়ে সরকার যে ভাষা বুঝতে চায়, সে ভাষায় দাবি আদায় করা হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। কিন্তু সরকার যদি সড়ক অবরোধ চায়, রাজপথ উত্তাল দেখতে চায়, তবে জামায়াতে ইসলামী ইচ্ছার বিরুদ্ধেও সেই কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক বলেন, জামায়াতে ইসলামী ব্যক্তি বা পরিবারতন্ত্রের রাজনীতি করে না। তারা গণমানুষের কল্যাণের রাজনীতি করে।

মানববন্ধনে বক্তারা বলেন, যারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় না, তারা জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে ভোটের প্রতি মানুষের আস্থা হারানোর যুক্তি দেখায়। বক্তাদের প্রশ্ন, গণভোটে সমস্যা কারা করবে? এজন্যই জাতীয় নির্বাচনের আগে গণভোট জরুরি। এটি জাতীয় নির্বাচনের ‘টেস্ট ম্যাচ’ হিসেবে কাজ করবে।

বক্তারা সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, নভেম্বরের মধ্যে গণভোট ও ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।

তারা আরও বলেন, যারা গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করতে চায়, তাদের উদ্দেশ্য ভালো নয়। কারণ, জুলাই সনদ পাস হলে নির্বাচন ব্যবস্থায় অনেক পরিবর্তন আসবে। তখন তারা ভোট চুরি বা কেন্দ্র দখল করতে পারবে না। ফ্যাসিবাদও কায়েম করতে পারবে না। এ কারণে তারা জুলাই সনদের আইনি ভিত্তি ঠেকাতে ষড়যন্ত্র করছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়