Apan Desh | আপন দেশ

লাইনচ্যুত বগি উদ্ধার, রেল যোগাযোগ স্বাভাবিক

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫

লাইনচ্যুত বগি উদ্ধার, রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি : আপন দেশ

পাবনার ভাঙ্গুড়া স্টেশনে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আটকে পড়া সব ট্রেন চলাচল শুরু হয়। এতে স্বস্তির নিশ্বাস ফেলেন যাত্রীরা। পাকশী রেলওয়ে পরিবহন কর্মকর্তা হাসিনা বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকশী রেলওয়ে পরিবহন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর ভাঙ্গুড়া স্টেশনের পাশ্ববর্তী স্টেশনে একতা এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, ঈশ্বরদী-ঢাকা লোকাল-৯৯, পঞ্চগড় এক্সপ্রেসসহ ৬টি ট্রেন আটকা পড়ে।

এর আগে ভোর ৫টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেন ভাঙ্গুড়া স্টেশন অতিক্রমের সময় দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনে প্রায় সহস্রাধিক যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। এ ঘটনায় কেউ নিহত না হলেও ৫০ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন<<>>‘পঞ্চগড় এক্সপ্রেস’র বগি লাইনচ্যুত, ভোগান্তিতে যাত্রীরা

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১ টায় ঢাকা থেকে রওনা দেয়। ভোর ৪টার দিকে ট্রেনটি পাবনার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের যাত্রীরা আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। এতে অন্তত ৫০ জন আহত হন। ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেয়।

দুর্ঘটনার কারণ হিসেবে সিগন্যাল ক্লিয়ারেন্সে ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এ দুর্ঘটনার ৪ ঘন্টা পর বগি উদ্ধারের কাজ শুরু করে রেলওয়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন রেলের যাত্রীরা।

ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেলস্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম মুন্সি বলেন, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে চলাচল বন্ধ হয়ে পড়ে। রেলওয়ের উদ্ধারকারী ক্রেন সকাল ১০টায় লাইন ক্লিয়ার করতে সক্ষম হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে বনলতা, একতা ও ধুমকেতু এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আশপাশের স্টেশনে অপেক্ষা করছে। পর্যায়ক্রমে এসব ট্রেন পার করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়