Apan Desh | আপন দেশ

সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র এম এ জলিল আর নেই

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:১১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র এম এ জলিল আর নেই

এম এ জলিল

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র এম এ জলিল মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বার্ধক্যজনিত রোগে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আলহাজ্ব এমএ জলিল দুই মেয়াদে সাতক্ষীরা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে তিনি ছিলেন ১৯৯৩–১৯৯৯ ও দ্বিতীয় মেয়াদে ২০১১–২০১৬ সাল পর্যন্ত।  

আরও পড়ুন>>>অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য হচ্ছে বীরনিবাস

মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি পৌরসভার পানির গ্রাহকদের জন্য পাইপলাইন সংস্কার, সরকারি কলেজ সড়ক পিচঢালাই, স্থানীয় সড়কের নামকরণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছেন। এছাড়া সাংবাদিক সমাজের সঙ্গে সমন্বয় করে সাতক্ষীরা প্রেসক্লাবের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এদিকে সাতক্ষীরা জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়