খাগড়াছড়িতে সেনা-পুলিশ আহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর বার্তা
খাগড়াছড়িতে দুষ্কৃতিকারীদের হামলায় স্থানীয় তিন জনের প্রাণহানি হয়েছে। পাশাপাশি সেনা ও পুলিশসহ সাধারণ জনগণ আহতের ঘটনায় অপরাধীদের কোনো ছাড় না দেয়ার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়া হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, তিন পাহাড়ি নিহত ও মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিন জন পুলিশ সদস্যসহ আরও অনেকেন আহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ মর্মে আশ্বস্ত করা হয়েছে যে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না। সে পর্যন্ত সব পক্ষকে ধৈর্য ধারণ। শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
০৮:০৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোববার