Apan Desh | আপন দেশ

‘বেহেশতের টিকিট বিক্রেতাদের থেকে সাবধান’

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৬, ২৭ সেপ্টেম্বর ২০২৫

‘বেহেশতের টিকিট বিক্রেতাদের থেকে সাবধান’

ছবি: আপন দেশ

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, ইসলামের নামে যারা বাড়িঘর লুট করেছে, মানুষকে ধর্ষণ করেছে, তারা এখন বেহেশতের টিকিট বিক্রি করতে চায়। এদের থেকে সাবধান থাকতে হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নববস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

খুলনা মহানগর বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বিদ্যমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নতুন শাড়ি বিতরণই তার প্রমাণ।

শফিকুল আলম মনা বলেন, তারেক রহমান পরিষ্কার বলেছেন- বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। যারা এদেশে জন্মগ্রহণ করেছে, তারাই বাংলাদেশি, সবার সমান অধিকার রয়েছে।

আরওপড়ুন<<>>নিজ ঘরে ঝুলছিল সাংবাদিকের মরদেহ

তিনি বলেন, বিএনপি ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, আগামীতে শান্তিপূর্ণ পরিবেশে জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।

তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, প্রতিটি মায়ের নামে ফ্যামিলি কার্ড থাকবে, যার মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল কেনা যাবে। একইসঙ্গে হেলথ কার্ডের মাধ্যমে সরকারি-বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান সজীব। বিশেষ অতিথি ছিলেন- মন্দির কমিটির সভাপতি শ্রী সুজিত সাহা, সাধারণ সম্পাদক শ্রী বিজয় কুমার ঘোষ, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বদরুল আনাম খান, খুলনা মহানগর পূজা ফ্রন্টের সভাপতি ডা. প্রদীপ দেবনাথ প্রমুখ।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়