Apan Desh | আপন দেশ

ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে ৪ জন আহত 

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:৩০, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে ৪ জন আহত 

সংগৃহীত ছবি

ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বরগুনার আমতলী এমইউ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত রায়হানকে বরিশাল শেবাচিম হাসপাতাল ও জিহাদকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রায়হান, জিহাদ, হিরা ও সজল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইন্টার স্কুল ফাইনাল খেলা শেষে একে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শাখার ছাত্রদল সভাপতি ও আমতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মুশফিকুর রশিদ হিরা ও একই কলেজের ছাত্রদল সমর্থক রায়হান মোল্লার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষ হাতাহাতি এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ৪ জন আহত হন।

আহত রায়হানের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে হিরা ও একে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ছাত্রদল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদসহ ২০-২৫ জন তাকে মারধর করে। এক পর্যায়ে তিনি একটি বাসায় আশ্রয় নিলে সেখান থেকে নামিয়ে কুপিয়ে জখম করা হয়।

আরও পড়ুন>>>রাবিতে ছাত্রশিবিরের মানববন্ধনের পর শাটডাউন স্থগিত

অপরদিকে মুশফিকুর রশিদ হিরার অভিযোগ, রায়হান ছাত্রদলের কেউ নন; তিনি আগে ছাত্রলীগ করতেন। গত বছর ৫ আগস্টের পর থেকে তিনি ছাত্রদলের একটি পক্ষের সঙ্গে মিশে বিভেদ তৈরি করছেন। মঙ্গলবারের খেলাকে কেন্দ্র করে রায়হান ও তার সমর্থকরা তাকে ও তার পক্ষের আরও তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

ঘটনার পর আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা রায়হানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ও জিহাদকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এর প্রতিবাদে ও শাস্তির দাবিতে রায়হানের সমর্থক ছাত্ররা রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের আমতলী চৌরাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয়া হয়।

আমতলী উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে রায়হান ছাত্রদলের কেউ নন, তিনি আগে ছাত্রলীগ করতেন। তিনি সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, রায়হানের পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়