
ছবি : আপন দেশ
৬ ঘন্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
রোববার (০৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে লাইনচ্যুত বগি ও পেছনের কয়েকটি বগি ফেলে রেখে মাত্র পাঁচটি বগি নিয়ে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে পৌঁছায়।
এরপর সকাল ৮টার দিকে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ৬ ঘন্টার প্রচেষ্টায় লাইনচ্যুত বগিটি পুনস্থপন করা হয়। এরপর সকাল সাড়ে ৯টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত হওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন উদ্ধার করে আক্কেলপুর রেল স্টেশনে নিয়ে আসলে ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
আরও পড়ুন<<>>জয়পুরহাটে বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ
সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি রবিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে আক্কেলপুর স্টেশনের আগে ভদ্রকালি এলাকায় লাইনচ্যুত হয়। এরপর থেকে ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। খবর পেয়ে দ্রুত রিলিফ ট্রেন এসে বগিটি উদ্ধার করলে ৬ ঘণ্টা পর সকাল সাড়ে ৯টা থেকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। ট্রেন লাইনচ্যুতিতে কেউ হতাহত হয়নি।
উল্লেখ্য, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আক্কেলপুর উপজেলার ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়। হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে লাইন ভাঙা ছিল। ফলে লাইনচ্যুত হয়ে প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে পড়ে যায় ট্রেনটি। হঠাৎ লাইনচ্যুত হওয়ায় ট্রেনের যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। মুহূর্তেই এলাকাজুড়ে ছুটে আসে আশপাশের মানুষ। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায়। তারা জানান, লাইনচ্যুত বগি অপসারণ না করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।
যাত্রীরা অভিযোগ করেছেন, লাইন সংস্কারে গাফিলতি ও অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় ট্রেন থামাতে দেরি হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত বলেও জানান তারা।
তাসিম বিল্লাহ নামের এক ট্রেন যাত্রী বলেন, আমরা ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিলাম। সান্তাহার স্টেশন ছাড়ার পর পুরো ট্রেন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। হঠাৎ বিকট শব্দে ও ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়। আমরা কিছুটা ভয় পেলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা তখন থেকেই এখানে অবস্থান করছি।
স্থানীয় বাসিন্দা সোহাগ হোসেন বলেন, রাত সাড়ে তিনটার দিকে রেললাইনে হঠাৎ বিকট শব্দ হয়। শুনে এসে দেখি ট্রেন লাইনচ্যুত হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।