Apan Desh | আপন দেশ

ডাম্প ট্রাকে ট্রেনের ধাক্কায় চালকসহ নিহত ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:০১, ৩ সেপ্টেম্বর ২০২৫

ডাম্প ট্রাকে ট্রেনের ধাক্কায় চালকসহ নিহত ২

ছবি: আপন দেশ

গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কায় ডাম্প ট্রাক দুমড়ে-মুচড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) মধ্যরাতে মহানগরীর দাক্ষিণখানে অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন<<>>সাতক্ষীরায় খাদ্যে বিষ দিয়ে বৃদ্ধকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে মামলা

তিনি জানান, রাত দেড়টার দিকে একটি ডাম্প ট্রাক অরক্ষিত রেলক্রসিংয়ে পার হওয়ার সময় ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। 

নাদিরুজ্জামান আরও জানান, বর্তমানে মরদেহ দুটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়