Apan Desh | আপন দেশ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি 

প্রকাশিত: ০৯:৫৮, ২৩ আগস্ট ২০২৫

আপডেট: ১০:০৩, ২৩ আগস্ট ২০২৫

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান

ছবি: আপন দেশ

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে হরিপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ টি পরিবারকে খাদ্য সামগ্রী, কম্বল ও ঢেউটিন প্রদান করা হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে ১ বান্ডিল করে ৫ বান্ডিল টিন, ২ টি করে মোট ১০ টি কম্বল এবং শুকনো খাবার এর প্যাকেট ১ টি করে মোট ৫ প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিয়য়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজদ ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল এলাকা পরিদর্শন করেন। আগুনে ঘর-বাড়ি পুড়ে যাওয়া পরিবারদের সমবেদনা জানান এবং তার ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় ময়দানদিঘী ইউনিয়নে বিএনপির নেতা সাজ্জাদার রহমান আবুসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন<<>>গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৯

অপর দিকে পঞ্চগড়-২, (বোদা ও দেবীগঞ্জ) আসনের জামায়াতে মনোনীত প্রার্থী আলহাজ্ব সুফিউল্লাহ সুফি অগ্নিকান্ডে ঘটনাস্থল এলাকা পরিদর্শন করেন। আগুনে ঘর-বাড়ি পুড়ে যাওয়া পরিবারগুলোর মাঝে তার নিজ তহবিল থেকে আর্থিক সহায়তা করেন।

উল্লেখ্য যে, বুধবার (২০ আগস্ট) রাতে হরিপুর গ্রামের মো. জালাল এর পুত্র সবুজ ইসলাম, ফয়জুলের পুত্র ফারুক ও মানিক এবং মৃত হাবিবুর রহমানের স্ত্রী শাপলা আক্তার সহ মোট ৫টি পরিবারের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় ১০টি ঘর ভস্মিভুত হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্থ্য সবুজ জানান, আগুনে আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়