Apan Desh | আপন দেশ

‘বউ টাকা টাকা করত, তাই বিদায় নিলাম’

পটুয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৪১, ১৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৫৪, ১৭ আগস্ট ২০২৫

‘বউ টাকা টাকা করত, তাই বিদায় নিলাম’

ছবি: আপন দেশ

পটুয়াখালীর কলাপাড়ায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের একটি বাসা থেকে শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের নাম লোকমান সরদার (৩২)। তিনি পেশায় দরজির দোকানি ছিলেন। এদিকে, মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

এতে লেখা রয়েছে, আমার বউ টাকা টাকা করত। আর আমার কথা শুনত না। আমাকে মিথ্যা ভালোবাসত। তা আমি জানতাম। আমি বুঝে গেছি, আমার টাকা না থাকলে শেষে আমাকে ছেড়ে যাবে। তাই আমি মরে গেলাম। তবে চিরকুটটি ওই যুবকের লেখা কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, শনিবার রাতে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লোকমানের মরদেহ পাওয়া যায়। তিনি ওই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে।

লোকমানের স্বজনদের ধারণা, স্ত্রীর ভালো না বাসা এবং টাকা-পয়সা না থাকায় হতাশা থেকে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, লোকমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়