Apan Desh | আপন দেশ

‌‘আ. লীগের মতো চললে ১৫ দিনও টিকবে না বিএনপি’

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৮, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ২২:২৮, ৯ আগস্ট ২০২৫

‌‘আ. লীগের মতো চললে ১৫ দিনও টিকবে না বিএনপি’

ছবি: আপন দেশ

বিএনপি যদি আগামী নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগের মতো শাসন চালায়, তাহলে তারা ১৫ দিনও টিকবে না। এ মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

শনিবার (০৯ আগস্ট) খুলনায় ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া’ শীর্ষক সভায় তিনি এ মন্তব্য করেন।

মেজর হাফিজ অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিছু সুবিধাবাদী রাজনৈতিক দল সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চায়। যা সাধারণ মানুষ বোঝে না।

আরও পড়ুন>>>‘মানুষ বিএনপির কাছে ভালো কিছুর পরিবর্তন প্রত্যাশা করে’

বিএনপির এ নেতা বলেন, আমরা চাই বর্তমান পদ্ধতিতেই নির্বাচন হোক। জনগণ সরাসরি ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করুক। যারা ক্ষমতায় যেতে পারবে না, শুধু তারাই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারেরও সমালোচনা করেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এক বছরে দেশের জন্য কোনো কাজ করতে পারেনি।

মেজর হাফিজ আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ দেশে একনায়কতন্ত্র তৈরি করেছে। এতে মুক্তিযোদ্ধারা সামাজিক অন্ধকারে আটকে পড়েছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তারা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নের আশা প্রকাশ করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়