
ছবি: আপন দেশ
গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন মানববন্ধন করেছে।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১২ টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুদুল আলম শামীম (দৈনিক দিনকাল), সাধারণ সম্পাদক মহাব্বত হোসেন (এনটিভি ও আমাদের দেশ), সুশীল সমাজের সভাপতি হামিদুল হক মহন,ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি লাবুসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
আরওপড়ুন<<>>সাংবাদিক হত্যার প্রতিবাদ মানববন্ধন
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গাজীপুরে প্রকাশ্য দিবালোকে সাংবাকিক তুহিনকে হত্যা গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় হুমকি। অবিলম্বে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নিহত সাংবাদিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।